ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫

সরকারি চাকরিতে বেতন বাড়াতে কাজ শুরু করেছে কমিশন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি করতে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন–২০২৫। একটি ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে কমিশন অনলাইনে মতামত গ্রহণের জন্য চারটি প্রশ্নমালা তৈরি করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় বেতন কমিশন–২০২৫ এর সদস্যসচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিকীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, চাকরিজীবী,সাধারণ মানুষ, প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য আলাদা চারটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট যে কেউ কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd এ গিয়ে প্রশ্নমালা পূরণ করে মতামত দিতে পারবেন।

আগ্রহীরা আগামী ১৫ অক্টোবরের মধ্যে অনলাইনে প্রশ্নমালা জমা দিতে পারবেন। এছাড়া অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে আগ্রহ জানাতে পারবেন। 

কমিশন জানিয়েছে, কার্যকরী বেতন কাঠামো গঠনে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

এমআর//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি